Menu

  • কম্পিউটার
  • খাগড়াছড়ি
  • ডিজিটাল
  • পাহাড়ি
  • বাঙালি
  • রাজনীতি
  • সাহিত্য

খাগড়াছড়ির তথ্য

119 110 247 119 105 32 65 101 32

বৃটিশপূর্ব ত্রিপুরা রাজ্য শাসিত একটি অঞ্চল পাকিসত্দান আমলে যার নাম ছিল পার্বত্য জেলা। ১৯৮৩ খ্রি. রামগড় এবং খাগড়াছড়ি অঞ্চলকে একসাথে পূর্ণাঙ্গ জেলায় রূপানত্দর করা হয়। জনশ্রম্নতি আছে
অত্রাঞ্চলে ইতোপূর্বে অনেক ছড়ার ধারে নলখাগড়ার গাছ/বন ছিল বিধায় অত্রাঞ্চলের নামকরণ করা হয় খাগড়াছড়ি। অর্থাৎ নলখাগড়া থেকে 'খাগড়া', ছড়া থেকে 'ছড়ি' একসাথ করে নামকরণ করা হয়েছে "খাগড়াছড়ি"।
সীমাঃ পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে চ্ট্টগ্রাম জেলা, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে রাঙ্গামাটি এবং চট্টগ্রামের কিছু অঞ্চল। পশ্চিমে ফেনী ও চট্টগ্রাম জেলা অবস্থিত।
আয়তন : ২৯৭.৯২ বর্গ কি.মি.। জনসংখ্যা : ৫,১৮,৪৬৩ জন (প্রায়) ।

দর্শনীয় স্থানসমূহ : আলুটিলার রসহস্যময় সুরঙ্গ, দেবতার পুকুর, রিচাং ঝরনা, সংরক্ষিত বনাঞ্চল এবং কৃষি গবেষণা কেন্দ্র।

থনাঃ ৯টি থানা (সদর, পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মহালছড়ি, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি)-এর মধ্যে গুইমারা ছাড়া বাকী ৮টিকে উপজেলায় রূপানত্দর করা হয়েছে।


জেলার বর্তমান সাধারণ তথ্য
জেলা প্রশাসক : মু. আবদুলস্নাহ
সংসদ সদস্য: যতীন্দ্র লাল ত্রিপুরা
পৌরসভার মেয়র : জয়নাল আবেদীন
জেলা পরিষদের চেয়ারম্যান: রম্নইথি কার্বারী(ভারপ্রাপ্ত)
পুলিশ সুপার: মু. কামরম্নজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান: মু. শানে আলম
উন্নয়নবোর্ডের চেয়ারম্যান: বীর বাহাদুর উ শৈ সিং (এমপি)
প্রেসক্লাবের সভাপতি : চৌধুরী আতাউর রহমান রানা
সার্কেল : মংসার্কেল
জেলায় হেডম্যানসংখ্যা: ১১৯ জন।
জেলায় কার্বারীসংখ্যা: ৪৭৫ জন।
অউপজাতীয় লোকসংখ্যা: ২৪৮৫৫৯ জন।
চাকমা জনসংখ্যা: ১৪৬০৪৫ জন।
মারমা : ৫৫৮৪৪ জন।
ত্রিপুরা: ৬৭৩৪২
অন্যান্য উপজাতির লোকসংখ্যা : ম্রো, তঞ্চঙ্গ্যা, পাংখো, লুসাই, মোট ৬৭৩ জন।
জেলার জন্মহার ১.৮%
জেলায় পরিবারসংখ্যা: ২৬,২২০
জেলার পোস্টকোড নম্বর : ৪৪০০।
শিক্ষা: ৩৭.০২ %


উপজেলাঃ-
সদর উপজেলা
পানছড়ি উপজেলা
দীঘিনালা উপজেলা
মাটিরাঙ্গা উপজেলা
গুইমারা থানা
রামগড় উপজেলা
মহালছড়ি উপজেলা
মানিকছড়ি উপজেলা
লক্ষ্মীছড়ি উপজেলা
উপজেলাভিত্তিক লোকসংখ্যা ঃ
সদর উপজেলা ঃ পুরম্নষ ৪৯২৬২ + মহিলা ৪১৯২৯ = ৯১১৯১
পানছড়ি উপজেলা ঃ পুরম্নষ ২৮৮১৪+ মহিলা ২৬৬৮২ = ৫৫৪৯৬
দীঘিনালা উপজেলা ঃ পুরষ ৪৭৩৫৭+মহিলা ৪৪৫৮৭=৯১৯৩৩
মাটিরাঙ্গা উপজেলা ঃ পুরম্নষ ৫৪৮২৫+মহিলা ৫১০১৫=১০৫৮৪০
রামগড় উপজেলা ঃ পুরম্নষ ৩০৮৪৭ +মহিলা ২৮৩৩৩=৫৯১৮০
মহালছড়ি উপজেলা ঃ পুরম্নষ ২৩০৮৭+মহিলা ২০৪৫৮=৪৩৫৪৫
মানিকছড়ি উপজেলা ঃ পুরম্নষ ২৫৬৬৭+মহিলা ২৪০৭৯=৪৯৭৪৬
লক্ষ্মীছড়ি উপজেলা ঃ পুরম্নষ ১১২৭২+মহিলা ১০২৬০=২১৫৩২
শিক্ষা প্রতিষ্ঠান ঃ

উপজেলা কলেজ সরকারি কলেজ বেসরকারি আলিম মাদ্রাসা দাখিল মাধ্যমিক সরকারি মাধ্যমিক বেসরকারি নিম্নমাধ্যমিক মনত্দব্য
১. সদর  ১ ১ মহিলা ১ ০ ২ ১১ ৩
২. দীঘিনালা ০ ১ ০ ২ ১ ৭ ৬
৩. পানছড়ি ০ ১ ১ ০ ০ ৫ ৩
৪. মহালছড়ি ০ ১ ০ ০ ০ ৫ ৪
৫. মাটিরাঙ্গা ০ ১ ২ ৩ ০ ৭ ২
৬. মানিকছড়ি ০ ১ ০ ১ ১ ১ ৫
৭. রামগড় ১ ০ ১ ০ ১ ১ ৪
৮. লক্ষ্মীছড়ি ০ ১ ০ ০ ০ ১ ১
মোট ২ ৭ ৫ ৬ ৫ ৩৮ ২৮


ইউনিয়ন, মৌজা, গ্রাম, আয়তন, দূরত্ব ঃ

উপজেলা ইউনিয়ন মৌজা গ্রাম/মহলস্না আয়তন জেলা হইতে দূরত্ব মনত্দব্য
১. সদর    ৫ ১৩ ২৩৪ ২৯৭.৯২ ১
২. দীঘিনালা ৫ ২১ ২৫৫ ৬৯৪.১২ ২২
৩. পানছড়ি ৪ ৭ ২১২ ৩৩৪.১১ ২২
৪. মহালছড়ি ৫ ১৩ ১০০ ২৪৮.৬৪ ২৭
৫. মাটিরাঙ্গা ৭ ২৮ ২৫৬ ৪৯৫.৩৯ ২০
৬. মানিকছড়ি ২ ১১ ১২৩ ১৬৮.৩৫ ৫৭
৭. রামগড় ৩ ১২ ৮৬ ২৪০.৮৭ ৫৮
৮. লক্ষ্মীছড়ি ৩ ১৬ ১২২ ২২০.১৫ ৭৬
মোট ৩৪ ১২১ ১৩৮৮ ২৬৯৯.৫৫

প্রশাসনিক প্রতিষ্ঠান ঃ
জেলা প্রশাসন
পার্বত্য জেলা পরিষদ
উন্নয়ন বোর্ড
আঞ্চলিক পরিষদ

এনজিও সংস্থা ঃ

ব্যাংকঃ
সরকারি
বেসরকারি

উপজেলা পরিচিতি ঃ
খাগড়াছড়ি সদর থানার আয়তন ২৯৭.৯২ বর্গকিলোমিটার। ২৩.০র্০ ও ২৩.২র্১ উত্তর অক্ষাংশ এবং ৯১.৫র্৫ ও ৯২.০র্০ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যবর্তী স্থানে এ থানার অবস্থান। এ থানার সীমিানা উত্তরে পানছড়ি থানা, দক্ষিণে মহালছড়ি থানা, পূর্বে দীঘিনালা থানা ও লংগদু থানা এবং পশ্চিমে মাটিরাঙ্গা থানা। এ থানা ১টি পৌরসভা, ৬টি ইউনিয়ন, ১৪টি মৌজা, ২২টি মহল্লা ও ২৫টি গ্রাম সমন্বয়ে গঠিত। খাগড়াছড়ি সদর পৌরবাজারটিই প্রধান বাণিজ্যকেন্দ্র। প্রাচীন স্থাপত্যের মধ্যে য়ংড বৌদ্ধ মন্দির প্রসিদ্ধ। ১৮৯৭ খ্রি. স্থানীয় প্রভাবালী ব্যক্তিব্ত রেম্রাচাই রায়বাহাদুর এর মন্দিরটি নির্মাণ করেন। তিনি খাড়াছড়ি বাজারেরও প্রতিষ্ঠাতা। খাগড়াছড়ি সদর থানা বর্তমানে সদর উপজেলা হিসেবে স্বীকৃত। জেলার হেড কোয়ার্টারও এখানে অবস্থিত।

একনজরে খাগড়াছড়ি উপজেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পরিচিতিঃ
সদর: চেয়ারম্যান- মু. শানে আলম(স্বতন্ত্র), ভাইস-চেয়ারম্যান- বাঁশরী মরামা ও নিরাপদ তালুকদার। পানছড়ি : চেয়ারম্যান-সর্বোত্তম চাকমা)(ইউপিডিএফ), ভাইস- চেয়ারম্যান-শুভ্রাদ দেওয়ান ও অনিল কানত্দি দে। মরাটিরঙ্গা: চেয়ারম্যান- শামূল হক( আ. লীগ), ভাইস-চেয়ারম্যান- ফাতেমা বেগম বিউটি ও মু. দেলোয়ার হোসেন। মহালছড়ি : চেয়ারম্যান- সোনা রতন চাকমা (ইউপিডিএফ), ভাইস চেয়ারম্যান- কাকলী খাসী ও থুইলা অং মারমা। মানিকছড়ি : চেয়ারম্যান ু মু. আবদুল জ্বার (আ. লীগ), ভাইস চেয়ারম্যান- শাহিনা আক্তার ও আবদুল কাদের। লক্ষ্মীছড়ি :চেয়ারম্যান- রেম্রাচাই চৌধুরী(ইউপিডিএফ), ভাইস চেয়ারম্যান- সাগরিকা চাকমা ও মিলন চাকমা। রামগড়: চেয়ারম্যান- বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান- আকলিমা সুলতানা ও মংসাপ্রু কার্বারী। দীঘিনালা: স্থগিত।

সূত্র: জেলা প্রশাসন গাইড।


To download Unicode Bangla fonts from the www.ekushey.org/projects/otf_bangla_fonts/.
”Text"