ভারতীয় একটি
চ্যানেলে বাচ্চাদের সাথে ওবামার নৃত্য দেখে আশ্চর্য হলাম। সত্যিই ওবামা কিনা।
পরদিন
সকালবেল দৈনিক সমকাল পত্রিকায় দেখলাম-নয়াদিল্লির রেসকোর্স সড়কে ভারতের
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়িতে গত রোববার রাতেঅর্থ্যৎ৮.৯.২০১০ তারিখ হয়ে
গেল এক বর্ণালি নৈশভোজ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি
সম্মান জানাতেই এ আয়োজন। সেখানে ছিলেন আমির খান, শাবান আজমি ও জাভেদ আখতার।
নৈশভোজর এক ফাঁকে আমিরকে ডেকে নিয়ে কথা বলেছেন ওবামা। আমির জানা, “প্রিসিডেন্ট
ওবামা আমার অনেক ছবি ও কাজ সম্পর্কে শুনেছেন। আর নৈশভোজে মিশেল ওবামা “রঙ দে
বাসন্তী’ ছবির তালে নেচেছে